শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী দ্বীপ হাতিয়ায় ডাকাত সর্দার ইরাক গ্রেপ্তার

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাত সর্দার কালা প্রকাশ ইরাক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইরাকের বিরুদ্ধে একাধিক হত্যাসহ ২৪টি মামলা রয়েছে। তিনটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী।

[৩] শনিবার ভোরে আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইরাক ডাকাত (৪০) ওই গ্রামের মাইন উদ্দিন প্রকাশ মনু মাঝির ছেলে।

[৪] পুলিশ জানায়, সম্প্রতি হাতিয়ার চরঈশ^র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস ও সোনাদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের হত্যা মামলার আসামী ইরাক ডাকাত। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তারের জন্য ওসি আবুল খায়েরের নেতৃত্বে নিঝুমদ্বীপে অভিযান চালানো হয়। অভিযান কালে শনিবার আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৫] হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার ইরাক ইউপি সদস্য রবীন্দ্র ও জুবায়ের হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৩টি অস্ত্র, ৫টি ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন ঘটনায় ২৪টি মামলা রয়েছে। তিনটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী। শনিবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়