শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণে ১০ লাখ অতিক্রম করলো বাংলাদেশ

আব্দুল্লাহ মামুন:[২] বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত ও মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণে বিশ্বে ২৯তম ও এশিয়ায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে কেবল ভারত, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ইরাক।

[৩] দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এর মধ্য দিয়ে সরকারি হিসেবেই এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৪৩ জন। আর এর মধ্য দিয়ে নতুন আরেকটি মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। যদিও সেটা ইতিবাচক কিছু নয়। নিজ জনগোষ্ঠীর মধ্যে ১০ লাখের বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আর মাত্র ২৮ টি দেশ এ তালিকায় রয়েছে।

[৪] ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটা পর্যন্ত হালনাগাদ করা নতুন সংক্রমণের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। বাংলাদেশের আগে আছে কেবল রাশিয়া, ইরান ও ইন্দোনেশিয়া।

[৫] এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৮ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৯৮৩। এদের মধ্যে ৪০ লাখ ২৯ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৯১২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়