শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণে ১০ লাখ অতিক্রম করলো বাংলাদেশ

আব্দুল্লাহ মামুন:[২] বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত ও মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণে বিশ্বে ২৯তম ও এশিয়ায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে কেবল ভারত, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ইরাক।

[৩] দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এর মধ্য দিয়ে সরকারি হিসেবেই এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৪৩ জন। আর এর মধ্য দিয়ে নতুন আরেকটি মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। যদিও সেটা ইতিবাচক কিছু নয়। নিজ জনগোষ্ঠীর মধ্যে ১০ লাখের বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আর মাত্র ২৮ টি দেশ এ তালিকায় রয়েছে।

[৪] ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটা পর্যন্ত হালনাগাদ করা নতুন সংক্রমণের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। বাংলাদেশের আগে আছে কেবল রাশিয়া, ইরান ও ইন্দোনেশিয়া।

[৫] এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৮ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৯৮৩। এদের মধ্যে ৪০ লাখ ২৯ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৯১২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়