শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণে ১০ লাখ অতিক্রম করলো বাংলাদেশ

আব্দুল্লাহ মামুন:[২] বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত ও মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণে বিশ্বে ২৯তম ও এশিয়ায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে কেবল ভারত, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ইরাক।

[৩] দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এর মধ্য দিয়ে সরকারি হিসেবেই এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৪৩ জন। আর এর মধ্য দিয়ে নতুন আরেকটি মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। যদিও সেটা ইতিবাচক কিছু নয়। নিজ জনগোষ্ঠীর মধ্যে ১০ লাখের বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আর মাত্র ২৮ টি দেশ এ তালিকায় রয়েছে।

[৪] ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটা পর্যন্ত হালনাগাদ করা নতুন সংক্রমণের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। বাংলাদেশের আগে আছে কেবল রাশিয়া, ইরান ও ইন্দোনেশিয়া।

[৫] এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৮ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৯৮৩। এদের মধ্যে ৪০ লাখ ২৯ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৯১২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়