মাহিন সরকার : [২] ১৬ মাস পর টেস্ট দলে ফিরে সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিনার রয় কাইয়াকে পরপর দুই চারে ৯৫ থেকে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ এ ক্রিকেটার।
[৩] মাহমুদউল্লাহর মাইলফলক ছোঁয়ার পরপরই তাসকিন টেস্ট ক্রিকেটের প্রথম হাফ সেঞ্চুরির স্বাদ পান। যা তার প্রথম শ্রেণির ক্রিকেটেরও প্রথম হাফ সেঞ্চুরি। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাঁহাতি ব্যাটসম্যান ছড়াচ্ছেন মুগ্ধতা।
[৪] প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ২৪ ওভারে বাংলাদেশ ৪.৫৮ রান রেটে ১১০ রান তুলেছে।
[৫] সংক্ষিপ্ত স্কোর: বাংলাদশে ৪০৪/৮, মাহমুদউল্লাহ ১১২*, তাসকিন ৫২*
[১] মাহমুদউল্লাহ ও তাসকিনের দূর্দান্ত ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ