[১] লকডাউনে চট্টগ্রামে সরকারি জায়গা দখল
রাজু আহমেদ: [২] চলছে সর্বাত্মক লকডাউন। আর এ লকডাউনকে পুঁজি করে একটি স্বার্থন্বেষী পাহাড় খেকো মহল কাঁটছে, পাহাড় দখল করছে আকবরশাহ থানা এলাকার শাপলা আবাসিকের ইমামনগর খানকা সংলগ্ন পাহাড়ের ছরার সরকারি জায়গা।
[৩] গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ি ছরা (পাহাড়ের পানি যাওয়ার খাল বিশেষ) সরকারি গাছ কেটে টিনশেড দিয়ে বেরিকেট দেওয়া হয়েছে। পাকা বেস্টনি দেওয়াল তৈরির জন্য, আর এভাবে যদি ছরা দখল করা হয় তাহলে ঐ জায়গার আশেপাশের ঘরবাড়ি অতিবৃষ্টি হলে পানির স্রোতে নিমিষেই বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে। এলাকাবাসী তাদের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।
[৪] প্রফেসর মঈন ও ফয়েজ সাহেব এ বেরিকেট দিচ্ছে আর এ কাজে সহযোগিতা করছে স্থানীয় ভূমিদস্যু যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন। এ ব্যাপারে ফয়েজ সাহেবের সাথে কথা বললে তিনি বলেন, এ জায়গার মালিক প্রফেসর মহিম, তিনি এ জায়গার মালিক নন, এ ব্যাপারে প্রফেসর মহিন সাহেবকে একাধিকবার ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। লকডাউনে পরিবেশের অফিস বন্ধ থাকার কারণে এ সংঘবদ্ধচক্রটি বেপরোয়া হয়ে উঠেছে, এখনই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেন তাহলে ক্ষতির সম্মুখীন হবে পরিবেশ।