শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তামিম ছাড়া আট ব্যটসম্যান নিয়ে বুধবার দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

রাহুল রাজ: [২] অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা না বললেও হারারেতে এবার হিসেব নিকেষে বদল আনতে চায় টিম টাইগার্স। ২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার দুটি টেস্টের একটিতে জয় ও একটিতে পরাজয় পায় বাংলাদেশ।

[৩] আট বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে লাল-সবুজের দামাল ছেলেরা। সেবার জিম্বাবুয়ে যতটা শক্তিশালী ছিল এবার ঠিক ততটা নেই। এদিক থেকে এগিয়েছে বাংলাদেশ।

[৪] জিম্বাবুয়ের ভঙ্গুর দলের বিপরীতে নিজেদের সব শক্তি নিয়েই গেছে বাংলাদেশ। এর আগেও বেশ কয়েবার জিম্বাবুয়ে সফর করেছিলেন মুমিনুলদের কোচ। সে হিসেবে ডমিঙ্গো জানেন এখানকার পরিবেশ। যা দল সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[৫] ক্রিকেট বিশ্বের পুরোন স্টেডিয়ামগুলোর একটি হারারে স্পোর্টস ক্লাব। সবমিলিয়ে দুশোর বেশি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই মাঠে।

[৬] এই মাঠে টাইগারদের পরিসংখ্যান খুব একটা সন্তোষজনক নয়। সাদা পোশাকে ৫ ম্যাচের ৪টা হার একটি জয়।

[৭] এদিকে হোম কন্ডিশন আর বাউন্সি উইকেটে টাইগারদের হারানোর পরিকল্পনার কথা জানিয়েছেন দলের নির্বাচক প্রসপার উতসেয়া।

[৮] বাংলাদেশের ওপেনার তামিমকে একাদশে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। জিম্বাবুয়েতে দুদিনের প্রস্ততি ম্যাচে ব্যাট করতে নেমে পুরনো চোট বেড়ে যায় তামিমের।

[৯] বাংলাদেশ কোচ ডোমিঙ্গ জানান, মুশফিক এখন পুরোপুরি ফিট তবে তামিমকে নিয়ে শতভাগ নিশ্চিত হয়ে এখনি কিছু বলতে পারছি না। ডাক্তার শর্তকতা বার্তা দিয়েছে, চোট বেড়ে গেলে এক বছরের জন্য মাঠের বাইরে চলে যেতে পারে তামিম ইকবাল। এই বার্তার পরে শেষ পর্যন্ত তামিমকে মাঠে নামাবার ঝুঁকি নেবে না টিম ম্যানেজম্যান্ট এমনটাই জানিয়েছে একটি সূত্র। সাকিবের ফেরায় দলের শক্তি বেড়েছে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচ শুরু হচ্ছে। উইকেট ও কন্ডিশনের কথা মাথায় রেখে মুমিনুল হকের দল পেসারদের প্রাধান্য দিয়ে একাদশ সাজাবে। সেক্ষেত্রে দলে থাকতে পারে তিন পেসার।

[১০] এদিকে দলে থাকতে পারে ৮ স্পেশালিষ্ট ব্যাটসম্যান। কারণ স্পিনার হিসেবে সাকিব আল হাসান ফেরায় বাংলাদেশ খেলতে পারে ৪ বোলার নিয়ে। তাই আট নাম্বারে দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে এ পথে না হাটলে রিয়াদের জায়গা হয়তো থাকতে পারে মেহেদি হাসান মিরাজ।

[১১] বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়