শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৮:২৩ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা নাকি ব্রাজিলের পতাকায় ক্যামেরাবন্দি নায়লা নাঈম

বিনোদন ডেস্ক:

২০১৪ সালে ব্রাজিলের পতাকা দিয়ে তৈরি পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন আলোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। আর এ ছবি তার ফেসবুকে পোস্ট করার পর দারুণ আলোচনায় উঠে আসেন। যদিও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বদনামের মুখে পড়েছিলেন। এরপর আর্জেন্টিনার পতাকা দিয়ে তৈরি পোশাকেও দেখা যায় এই অভিনেত্রীকে। রাইজিংবিডি

এ ঘটনার পর সাত বছর কেটে গেছে। কিন্তু পুরোনো সেই ছবি আবারো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এর অন্যতম কারণ কোপা আমেরিকা। লাতিন আমেরিকার এই ফুটবল আসর নিয়ে উন্মাদনায় ভাসছে দেশের ফুটবলপ্রেমীরা। সেই সঙ্গে নেটিজেনদের প্রশ্ন—নায়লা নাঈম কোন দলের সাপোর্টার? ব্রাজিল নাকি আর্জেন্টিনা? অবশ্য নেটিজেনদের এ প্রশ্নের উত্তর দিয়েছেন নায়লা নাঈম। তার ভাষায়—‘সত্যি বলতে, আমি আসলে কোনো ফুটবল দলকে সমর্থন করি না। আমি ফুটবলটা তেমন পছন্দ করি না।’

শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, আরো কয়েকটি দেশের পতাকায় তৈরি পোশাক পরেও ফটোশুট করেছিলেন নায়লা নাঈম। বিষয়টি স্মরণ করে তিনি বলেন, ‘এসব ছবি ২০১৪ সালের ফটোশুটের। বিশ্বকাপের সময়ে করেছিলাম। আর্জেন্টিনা-ব্রাজিল ছাড়াও জার্মানি ও স্পেনের পতাকায় তৈরি পোশাকেও মডেল হয়েছিলাম। এটি মূলত একটি প্রফেশনাল ওয়ার্ক ছিল।’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নায়লা নাঈম। ২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে অলোচনায় আসেন তিনি। শোবিজ অঙ্গনে পা রাখার অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন তিনি। পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয় করেন। ‘রান আউট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এতে একটি আইটেম গানে পারফর্ম করেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়