শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৮:২৩ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা নাকি ব্রাজিলের পতাকায় ক্যামেরাবন্দি নায়লা নাঈম

বিনোদন ডেস্ক:

২০১৪ সালে ব্রাজিলের পতাকা দিয়ে তৈরি পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন আলোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। আর এ ছবি তার ফেসবুকে পোস্ট করার পর দারুণ আলোচনায় উঠে আসেন। যদিও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বদনামের মুখে পড়েছিলেন। এরপর আর্জেন্টিনার পতাকা দিয়ে তৈরি পোশাকেও দেখা যায় এই অভিনেত্রীকে। রাইজিংবিডি

এ ঘটনার পর সাত বছর কেটে গেছে। কিন্তু পুরোনো সেই ছবি আবারো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এর অন্যতম কারণ কোপা আমেরিকা। লাতিন আমেরিকার এই ফুটবল আসর নিয়ে উন্মাদনায় ভাসছে দেশের ফুটবলপ্রেমীরা। সেই সঙ্গে নেটিজেনদের প্রশ্ন—নায়লা নাঈম কোন দলের সাপোর্টার? ব্রাজিল নাকি আর্জেন্টিনা? অবশ্য নেটিজেনদের এ প্রশ্নের উত্তর দিয়েছেন নায়লা নাঈম। তার ভাষায়—‘সত্যি বলতে, আমি আসলে কোনো ফুটবল দলকে সমর্থন করি না। আমি ফুটবলটা তেমন পছন্দ করি না।’

শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, আরো কয়েকটি দেশের পতাকায় তৈরি পোশাক পরেও ফটোশুট করেছিলেন নায়লা নাঈম। বিষয়টি স্মরণ করে তিনি বলেন, ‘এসব ছবি ২০১৪ সালের ফটোশুটের। বিশ্বকাপের সময়ে করেছিলাম। আর্জেন্টিনা-ব্রাজিল ছাড়াও জার্মানি ও স্পেনের পতাকায় তৈরি পোশাকেও মডেল হয়েছিলাম। এটি মূলত একটি প্রফেশনাল ওয়ার্ক ছিল।’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নায়লা নাঈম। ২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে অলোচনায় আসেন তিনি। শোবিজ অঙ্গনে পা রাখার অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন তিনি। পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয় করেন। ‘রান আউট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এতে একটি আইটেম গানে পারফর্ম করেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়