শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত এক

জাকারিয়া জোসেফ : [২] নিহতের নাম মো. লেচু মিয়া(২৮)। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটি ধল গ্রামের মো. হামিদ মিয়ার ছেলে। সোমবার দুপুর আড়াইটায় মারা যান তিনি।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির সীমানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে প্রতিপক্ষ একই গ্রামের মো. আব্দুস শহীদের ছেলে ঘাতক মো. জেন্টু মিয়া তার হাতে থাকা ছুড়া(ডেগার) দিয়ে তার শরীরে আঘাত করলে তিনি অধিক রক্তখননে অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক তার স্বজনরা তাকে স্থানীয় দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার আরো অবনতি দেখে চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৪] খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার কারণসহ আলামত সংগ্রহ করেছেন।

[৫] এ ব্যাপারে তাড়ল ইউপি সদস্য মো. লাল মিয়া খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, মানুষে মানুষে বিরোধ বিভিন্ন বিষয় নিয়ে থাকতেই পারে। এজন্য একজন মানুষকে প্রাণে মেরে ফেলা কোনও মানবতার মধ্যে পড়ে না।

[৬] এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে ঘটনাস্থলে পুলিশী অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়