শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত এক

জাকারিয়া জোসেফ : [২] নিহতের নাম মো. লেচু মিয়া(২৮)। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটি ধল গ্রামের মো. হামিদ মিয়ার ছেলে। সোমবার দুপুর আড়াইটায় মারা যান তিনি।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির সীমানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে প্রতিপক্ষ একই গ্রামের মো. আব্দুস শহীদের ছেলে ঘাতক মো. জেন্টু মিয়া তার হাতে থাকা ছুড়া(ডেগার) দিয়ে তার শরীরে আঘাত করলে তিনি অধিক রক্তখননে অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক তার স্বজনরা তাকে স্থানীয় দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার আরো অবনতি দেখে চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৪] খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার কারণসহ আলামত সংগ্রহ করেছেন।

[৫] এ ব্যাপারে তাড়ল ইউপি সদস্য মো. লাল মিয়া খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, মানুষে মানুষে বিরোধ বিভিন্ন বিষয় নিয়ে থাকতেই পারে। এজন্য একজন মানুষকে প্রাণে মেরে ফেলা কোনও মানবতার মধ্যে পড়ে না।

[৬] এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে ঘটনাস্থলে পুলিশী অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়