শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত এক

জাকারিয়া জোসেফ : [২] নিহতের নাম মো. লেচু মিয়া(২৮)। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটি ধল গ্রামের মো. হামিদ মিয়ার ছেলে। সোমবার দুপুর আড়াইটায় মারা যান তিনি।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির সীমানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে প্রতিপক্ষ একই গ্রামের মো. আব্দুস শহীদের ছেলে ঘাতক মো. জেন্টু মিয়া তার হাতে থাকা ছুড়া(ডেগার) দিয়ে তার শরীরে আঘাত করলে তিনি অধিক রক্তখননে অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক তার স্বজনরা তাকে স্থানীয় দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার আরো অবনতি দেখে চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৪] খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার কারণসহ আলামত সংগ্রহ করেছেন।

[৫] এ ব্যাপারে তাড়ল ইউপি সদস্য মো. লাল মিয়া খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, মানুষে মানুষে বিরোধ বিভিন্ন বিষয় নিয়ে থাকতেই পারে। এজন্য একজন মানুষকে প্রাণে মেরে ফেলা কোনও মানবতার মধ্যে পড়ে না।

[৬] এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে ঘটনাস্থলে পুলিশী অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়