স্পোর্টস ডেস্ক : [২] টেস্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাম্প্রতিক সময়ে উপমহাদেশের রেকর্ড মোটেও সুবিধাজনক জন্য, সর্বশেষ ৫ টেস্টে জয় মাত্র একটিতে। সেটাও নিজেদের হারিয়ে খোঁজা শ্রীলঙ্কার বিপক্ষে, বিপরীতে হেরেছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাকি ৪ টেস্টের সবগুলোতেই।
[৩] আগামী মাসে ভারত ও ইংল্যান্ডের সিরিজ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর, নতুন চক্রে সূচি অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১৮টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যে ৮টি টেস্টই অজিদের খেলতে হবে উপমহাদেশে, ভারতের বিপক্ষে ৪, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে ২টি করে টেস্ট।
[৪] আগামী দুই বছরে মাঠে গড়াবে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, এর বাহিরে আছে ওয়ানডে সুপার লিগের খেলাও। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটা দলই সীমিত ওভারের প্রচুর ক্রিকেট খেলবে, এর পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিত হবে ক্রিকেটের ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজ।
[৫] সব মিলিয়ে ঠাসা একটা সূচির মুখেই পড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে, ব্যস্ত সূচিকে বাস্তবতা মেনে নিয়ে সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনায় উপমহাদেশে খেলায় আলাদা চ্যালেঞ্জ দেখছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ।
[৬] স্টিভেন স্মিথ জানিয়েছেন, সেই চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। এটা সত্যিই খুবই চাপের, তবে আমাদের সামনে তাকাতে হবে। এগুলোর সঙ্গে আবার অ্যাশেজ রয়েছে। তার পরে উপমহাদেশে গিয়ে টেস্ট খেলতে হবে, আর উপমহাদেশে গিয়ে টেস্ট খেলা মানে বড় চ্যালেঞ্জের মুখে পড়া। সেটা শারীরিক ভাবে, মানসিক ভাবে এবং একই সঙ্গে আবেগও চ্যালেঞ্জের মুখে পড়ে। এই সব কারণে প্লেয়ারদের বড় পরীক্ষার মুখেও পড়তে হয়, আমি অবশ্য এই পরীক্ষা দেওয়ার অপেক্ষায় রয়েছি। টেস্ট ক্রিকেটকে ভালবেসেই যতটা পারবো খেলতে চাই। আমার পক্ষে তো সূচি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটা বদলানোর ক্ষমতাও নেই।
[৭] এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল মাইকেল ক্লার্ক অধিনায়ক থাকাকালীন সময়ে, ক্লার্কের নেতৃত্বে সেই সিরিজ জয়টি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর এশিয়ার বাকি ৪ দেশ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান সব দেশেই টেস্ট সিরিজ খেললেও জয় তুলে নিতে পারেনি অজিরা। - ক্রিকবাজ