শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে পালিত হচ্ছে কঠোর লকডাউন, মাঠে সেনাবাহিনী

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে কঠোরতার মধ্য দিয়ে চলছে সরকারের দেওয়া প্রথম দিনের লকডাউন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই শহরের প্রবেশ পথের ১২টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ। পুলিশ ও র‌্যাবের পাঁশাপাশি এসময় সেনবাহিনীর তিনটি টিম মাঠে কাজ করছে। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেখা যায়নি।

[৩] লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসাপ্রতিষ্ঠান। শহর থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। তা ছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন রয়েছে বেশ কঠোর অবস্থানে।

[৪] পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এ সময় পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিম ও র‌্যাবের টহল দল কাজ করছে।

[৫] ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছি না। যানচলাচল নিয়ন্ত্রণে শহরের ১২ টি পয়েন্ট চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও তড়িৎ ব্যবস্থা নিতে পুলিশের মোবাইল প্যাট্টল টিমও কাজ করছে ।

[৬] তিনি আরও বলেন, পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিমও মাঠে রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়