শিরোনাম
◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে পালিত হচ্ছে কঠোর লকডাউন, মাঠে সেনাবাহিনী

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে কঠোরতার মধ্য দিয়ে চলছে সরকারের দেওয়া প্রথম দিনের লকডাউন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই শহরের প্রবেশ পথের ১২টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ। পুলিশ ও র‌্যাবের পাঁশাপাশি এসময় সেনবাহিনীর তিনটি টিম মাঠে কাজ করছে। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেখা যায়নি।

[৩] লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসাপ্রতিষ্ঠান। শহর থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। তা ছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন রয়েছে বেশ কঠোর অবস্থানে।

[৪] পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এ সময় পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিম ও র‌্যাবের টহল দল কাজ করছে।

[৫] ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছি না। যানচলাচল নিয়ন্ত্রণে শহরের ১২ টি পয়েন্ট চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও তড়িৎ ব্যবস্থা নিতে পুলিশের মোবাইল প্যাট্টল টিমও কাজ করছে ।

[৬] তিনি আরও বলেন, পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিমও মাঠে রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়