শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে পালিত হচ্ছে কঠোর লকডাউন, মাঠে সেনাবাহিনী

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে কঠোরতার মধ্য দিয়ে চলছে সরকারের দেওয়া প্রথম দিনের লকডাউন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই শহরের প্রবেশ পথের ১২টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ। পুলিশ ও র‌্যাবের পাঁশাপাশি এসময় সেনবাহিনীর তিনটি টিম মাঠে কাজ করছে। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেখা যায়নি।

[৩] লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসাপ্রতিষ্ঠান। শহর থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। তা ছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন রয়েছে বেশ কঠোর অবস্থানে।

[৪] পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এ সময় পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিম ও র‌্যাবের টহল দল কাজ করছে।

[৫] ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছি না। যানচলাচল নিয়ন্ত্রণে শহরের ১২ টি পয়েন্ট চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও তড়িৎ ব্যবস্থা নিতে পুলিশের মোবাইল প্যাট্টল টিমও কাজ করছে ।

[৬] তিনি আরও বলেন, পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিমও মাঠে রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়