শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে জনদূর্ভোগ নিরসনে আমেরিকা প্রবাসী’র ব্যতিক্রমী উদ্যোগ

শাহিদুল ইসলাম: [২] কুমিল্লার দেবিদ্বারে জনদূর্ভোগ নিরসনে ২ কিলোমিটার সড়ক সংস্কার করে দিলেন আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালাখ্যাত করোনা যোদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকার।

[৩] স্থানীয়দের পক্ষ থেকে আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের নিকট সড়কটি সংস্কারের দাবী জানালে, তিনি নারী নেত্রী আয়শা আলী মুক্তার তত্বাবধানে এবং স্থানীয় সামাজিক সংগঠন বন্ধন যুবসংঘের সেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করে দেন। গোমতী নদীর দেবিদ্বার অংশের উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ‘লক্ষীপুর গোমতী ব্রীজ’ থেকে ‘খলিলপুর গোমতী নদীর ব্রীজ পর্যন্ত খানাখন্দে নাকাল হয়েথাকা জনগুরুত্বপূর্ণ সড়কটির প্রায় ২ কিলো মিটার সড়ক সংস্কার করে দেন।

[৪] সড়ক সংস্কারে নারী নেত্রী আয়শা আলী মুক্তা জানান, ১৯৯৫ সালে গোমতী নদীর ভেরী বাঁধের উপর নির্মীত পাকা সড়কটি বিগত ২৬ বছরেও কেউ সংস্কার করেনি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জনদূর্ভোগ নিরসনে সড়কটি সংস্কারের আবেদন জানালে ডাঃ ফেরদৌস খন্দকারের অর্থায়নে সড়কটি সংস্কার করা হয়। তিন ইতি মধ্যে আরো কয়েকটি সড়ক সংস্কারে সহযোগীতা করেছেন।

[৫] লক্ষীপুর বন্ধন যুবসংঘের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, মানবতার ফেরিওয়ালাখ্যাত করোনা যোদ্ধা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের ডাকে আমরা কেন ? দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে উক্ত সংস্কার কাজে সেচ্ছা শ্রম দিয়েছেন। ভালো উদ্যোগ সফল করতে ভালো মানুষের অভাব হয়না। গত দু’দিনে তার প্রমান মিলেছে।

[৬] দু’দিন ব্যাপী সড়ক সংসকারে স্থানীয় সামাজিক সংগঠন বন্ধন যুবসংঘের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, কাউছার মাহবুব’র নেতৃত্বে একদল সেচ্ছাসেবকের সাথে যোগ দেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারসহ আরও অনেকে ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়