শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলুয়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

[৩] অভিযোগ ও পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার নলুয়া এলাকায় আলমগীর হোসেনের স্ত্রীকে দীর্ঘ দিন যাবত বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল ওই এলাকার গনি মুন্সির ছেলে শামসুল হক । তার প্রস্তাবে রাজী না হওয়ায় ১৭ জুন রাতে গৃহপালিত গরু দেখার জন্য ঘরের বাহিরে যান।

[৪] এসময় ওত পেতে থাকা লম্পট শামসুল হক পিছন দিক থেকে মুখ চেপে ধরে তাকে টেনে হিচড়ে বসত বাড়ীর পূর্ব পাশে জঙ্গলে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পড়নের জামা কাপড় খুলে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে ।

[৫] এসময় ওই গৃহবধুর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে শামসুল হক এ ঘটনা কাউকে জানালে খুন করে ফেলবে বলে হুমকী দিয়ে চলে যায়। পরে ওই রাতেই কালিয়াকৈর থানার একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধু। ঘটনার দুই সাপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশের তদন্তে তৎপরতা নেয়।

[৬] কালিয়াকৈর থানার অভিযোগ তদন্ত অফিসার ফুলবাড়ীয়া ক্যাম্পের ইনচার্জ (এসআই) রফিকুল হক জানান, বিষয়টির তদন্ত করা হয়েছে। শামসুল হক মদ খেয়ে ওই মেয়েকে জাপটে ধরেছিল এলাকাবাসী তাকে মারপিট করে হাসপাতালে ভর্তি করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়