শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলুয়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

[৩] অভিযোগ ও পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার নলুয়া এলাকায় আলমগীর হোসেনের স্ত্রীকে দীর্ঘ দিন যাবত বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল ওই এলাকার গনি মুন্সির ছেলে শামসুল হক । তার প্রস্তাবে রাজী না হওয়ায় ১৭ জুন রাতে গৃহপালিত গরু দেখার জন্য ঘরের বাহিরে যান।

[৪] এসময় ওত পেতে থাকা লম্পট শামসুল হক পিছন দিক থেকে মুখ চেপে ধরে তাকে টেনে হিচড়ে বসত বাড়ীর পূর্ব পাশে জঙ্গলে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পড়নের জামা কাপড় খুলে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে ।

[৫] এসময় ওই গৃহবধুর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে শামসুল হক এ ঘটনা কাউকে জানালে খুন করে ফেলবে বলে হুমকী দিয়ে চলে যায়। পরে ওই রাতেই কালিয়াকৈর থানার একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধু। ঘটনার দুই সাপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশের তদন্তে তৎপরতা নেয়।

[৬] কালিয়াকৈর থানার অভিযোগ তদন্ত অফিসার ফুলবাড়ীয়া ক্যাম্পের ইনচার্জ (এসআই) রফিকুল হক জানান, বিষয়টির তদন্ত করা হয়েছে। শামসুল হক মদ খেয়ে ওই মেয়েকে জাপটে ধরেছিল এলাকাবাসী তাকে মারপিট করে হাসপাতালে ভর্তি করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়