শিরোনাম
◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধীর গতিতে এগুচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, ঢাকায় খোলা হতে পারে অ্যামাজনের শাখা

ইমরুল শাহেদ: চলচ্চিত্র প্রদর্শন ক্ষেত্র সংকুচিত হওয়ার কারণে সম্প্রসারিত হচ্ছে ইউটিউব ও ওভার দ্যা টপ বা ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু বর্তমানে প্রদর্শন ক্ষেত্র সংকুচিত হওয়ার কারণে দেশের চলচ্চিত্রও একটা প্রান্তীয় পর্যায়ে অবস্থান করছে। বড় বাজেটের প্রায় পঞ্চাশাধিক ছবি নির্মিত হয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে। মহামারি নিষেধাজ্ঞার মধ্যে নির্মাতারা ছবিগুলো মুক্তি দিতে পারছেন না। তাতে বিনিয়োগ আটকে গেছে প্রায় শত কোটি টাকার মতো। পরিচালক অপূর্ব রানা বলেছেন, ‘অনেকে মনে করেন দেশে দর্শক কমে গেছে। আমি তা মনে করি না। এখন প্রত্যেকের হাতে হাতে সিনেমা হল।

দর্শক সিনেমা দেখতে চায়। তাদের মনের মতো করে আমাদেরকে কনটেন্টস তৈরি করতে হবে। এখন ছবি প্রদর্শনের উপযুক্ত ক্ষেত্র হলো ওটিটি প্ল্যাটফর্ম। আমরাও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এগুবো। কোনো দর্শক মিস করতে চাই না।’ তিনি ইঙ্গিত করে বলেন যে, খুব শিগগিরই ঢাকায় অ্যামাজনের শাখা খোলা হতে পারে। ইতোমধ্যে এদেশের তারকা ও কনটেন্টস নিয়ে কলকাতার হৈ চৈ প্ল্যাটফর্মে অনেকগুলো ওয়েব সিরিজ প্রচারিত হয়েছে। সেগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে। এদেশেও বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে।

সেগুলো শম্বুক গতিতে এগিয়ে চলেছে। প্রযোজক ও পরিচালক অনন্য মামুন আইথিয়েটার নামে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছেন। এই প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়েছে শাকিব খান ও মাহিয়া মাহিকে নিয়ে নির্মিত ‘নবাব এলএলবি’ ছবি দিয়ে। এর পর তিনি এই প্ল্যাটফর্মে মুক্তি দিয়েছেন নিজস্ব প্রযোজনার ছবি ‘কসাই’ ও ‘মেইকআপ’। তবে এই ছবিগুলো এ পর্যন্ত কত টাকা আয় করেছে সেটা জানাতে তিনি নারাজ। তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে এক কথায় বলেন, হিট হিট সুপার হিট। কিন্তু টাকার অংক? সে বিষয়ে বলেন, বুঝেনইতো আমাদের দেশের মানুষ এখনো ওটিটি বুঝে না।

অ্যাপস নামিয়ে কিভাবে ছবি দেখতে হয় সেটাও জানেন না। যাহোক, শাপলা মিডিয়া আগামী ঈদে উদ্বোধন করবে তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজ। প্রতিষ্ঠানটি উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচন করেছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘বিদ্রোহী’। পরিস্থিতি অনুকূলে থাকলে একইসঙ্গে সিনেমা হলেও মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাবে মাহিয়া মাহি অভিনীত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। এছাড়া বায়াস্কোপ, বঙ্গ, আই ফ্লিক্স, বিঞ্জি, সিনেম্যাটিকসহ আরও কিছু দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়