শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই মাসে ২টি মৌসুমি নিম্নচাপের পূর্বাভাস, দেশের কোথাও কোথাও হতে পারে ভারীবর্ষণ 

সমীরণ রায়: [২] মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। যা স্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাতের চেয়ে ৩ শতাংশ বেশি। একই পরিস্থিতি থাকবে জুলাই মাসেও।

[৪] পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে ঢাকাতে ৩৩০ থেকে ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, ময়মনসিংহে ৩৮৫ থেকে ৪৭০ মিলিমিটার, চট্টগ্রামে ৬৫০ থেকে ৭৯০ মিলিমিটার , সিলেটে ৫২০ থেকে ৬৩৫ মিলিমিটার , রাজশাহীতে ৩২৫ থেকে ৪০০ মিলিমিটার, রংপুরে ৩৮৫ থেকে ৪৭০ মিলিমিটার, খুলনাতে ৩০৫ থেকে ৩৭৫ মিলিমিটার এবং বরিশালে ৪৬৫ থেকে ৫৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

[৫] আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, যেহেতু বর্ষাকাল সেহেতু আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটি বঙ্গোপসাগরে দু একটি নিম্মচাপেরও সৃষ্টি হতে পারে। তবে এটা জলবায়ু প্রভাবের সঙ্গে কোনো মিল নেই। বাংলাদেশে এখন বর্ষাকাল, মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় তাই আগামী দুই মাসও বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

[৬] আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

[৭] ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়