শিরোনাম
◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১০:৪৭ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ১০:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস: মোহামেডানের ১৭ জন আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী শুক্রবার মাঠে ফিরবে প্রিমিয়ার লিগ। কিন্তু তার আগেই করোনাভাইরাসের থাবায় জেরবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কোচ, খেলোয়াড় ও বল বয় মিলিয়ে মোট ১৭ জনের শরীরে থাবা বসিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

লিগ ফেরার দিনে সূচি অনুযায়ী চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডানের। কিন্তু এখন তা সম্ভব নয়।

বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনের পর ম্যাচগুলো আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন দলটির টিম ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স।

“কোচ শন লেন, ১২ জন ফুটবলার এবং ৪ জন বল বয় মিলিয়ে মোট ১৭ জন আক্রান্ত হয়েছে। গত ১৯ তারিখে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলাম। গতকাল এবং আজ এই ১৭ জনের পজিটিভ হওয়ার রিপোর্ট পেয়েছি। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।”

“এই পরিস্থিতিতে আমাদের পক্ষে ২৫ জুনের ম্যাচ খেলা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই বাফুফেকে চিঠি দিয়েছি আমাদের খেলাগুলো যেন পিছিয়ে দেওয়া হয়।”

১৫ ম্যাচে ৮ জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

হার দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করা মোহামেডান দ্বিতীয় লেগ শুরু করেছিল দারুণভাবে। টানা তিন ম্যাচ জিতেছিল লেনের দল। বিডিনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়