শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গজারিয়ায় মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন

নেয়ামূল হক : [২] মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জেলায় সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর অন্তরর্ভুক্তির শেখ হাসিনার মডেল (ক) শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের ভূমি ও গৃহহীন (২০)টি পরিবারকে আজ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ঘোষণার উদ্বোধনের মধ্য দিয়ে এ ঘর ও জায়গার দলিল হস্তান্তর করেন।

[৩] ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয়। উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জুন/২০২০ খ্রিস্টাব্দে উপজেলা নির্বাহি অফিসার ও জেলা প্রশাসকগণের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন দ্বিতীয় পর্যায়ে ৫৩,৩৪০টি পরিবারকে ২০ জুন ২০২১ খ্রিস্টাব্দে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৪] প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা বাস্তবায়নে পর্যায়ক্রমে দেশের সকল ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে লক্ষ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়