জামাল হোসেন : [২] চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৫৬ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে বুঝে দেয়া হল প্রধানমন্ত্রীর দেয়া জমি ও ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক যোগে রোববার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুমিহী ও গৃহহীনদের মাঝে জমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করেন ।
[৩] একই ভাবে জীবননগর উপজেলার ৫৬ টি ভুমিহী ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
[৪] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান , উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম,পৌর মেয়র রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোসারফ হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ অমল ,মুন্সী নাসির উদ্দিন,সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,অফিসার ইনচার্জ ( অপারেশন ) সুখেন্দু বসু ।