শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোয়া করবেন সুস্থ হয়ে যেন আবার দ্বীন প্রচার করতে পারি (ভিডিও)

নিউজ ডেস্ক : শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কে এম হাফিজুর রহমান এ নির্দেশ দেন।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে সাত দিন পর উদ্ধার হওয়ায় তার স্ত্রী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। এ নিয়ে গণমাধ্যমের কাছে তার স্ত্রী সাবিকুন্নাহার বলেন, স্বামীকে দেখতে রংপুর যাচ্ছি না। আমি রংপুর কেন যাব? দেখি কী হয়। বলতে তো পারছি না, ওরা যদি গ্রেপ্তার দেখায় কোনো মামলায়। আরটিভি, যুগান্তর

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের শ্যালক মো. জাকারিয়া বলেন, আবু ত্ব-হা শুক্রবার জুমার নামাজের পর তাদের রংপুরের বাড়িতে ফিরে আসার খবর পেয়েছেন তিনি।

আলোচিত ত্ব-হা ফিরে পাওয়ার পর তার ভাই তারেক বলেন, ত্ব-হা এসে পানি খেয়েছে। এরপর থানার ওসি সাহেব জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলো। আমরা তার সাথে কথা বলার সুযোগই পেলাম না। তাকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছিল। তার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে যেন আবার দ্বীন প্রচার করতে পারে।

আবু ত্ব-হা গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। ৩১ বছর বয়সী এই বক্তা নিখোঁজের পর থেকে সারাদেশে ব্যাপক আলোচনার শুরু হয়।

আবু ত্ব-হা উদ্ধার হওয়ার পর শুক্রবার (১৮ জুন) রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, রংপুরের একটি বাড়িতে তাকে পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়