শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোয়া করবেন সুস্থ হয়ে যেন আবার দ্বীন প্রচার করতে পারি (ভিডিও)

নিউজ ডেস্ক : শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কে এম হাফিজুর রহমান এ নির্দেশ দেন।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে সাত দিন পর উদ্ধার হওয়ায় তার স্ত্রী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। এ নিয়ে গণমাধ্যমের কাছে তার স্ত্রী সাবিকুন্নাহার বলেন, স্বামীকে দেখতে রংপুর যাচ্ছি না। আমি রংপুর কেন যাব? দেখি কী হয়। বলতে তো পারছি না, ওরা যদি গ্রেপ্তার দেখায় কোনো মামলায়। আরটিভি, যুগান্তর

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের শ্যালক মো. জাকারিয়া বলেন, আবু ত্ব-হা শুক্রবার জুমার নামাজের পর তাদের রংপুরের বাড়িতে ফিরে আসার খবর পেয়েছেন তিনি।

আলোচিত ত্ব-হা ফিরে পাওয়ার পর তার ভাই তারেক বলেন, ত্ব-হা এসে পানি খেয়েছে। এরপর থানার ওসি সাহেব জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলো। আমরা তার সাথে কথা বলার সুযোগই পেলাম না। তাকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছিল। তার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে যেন আবার দ্বীন প্রচার করতে পারে।

আবু ত্ব-হা গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। ৩১ বছর বয়সী এই বক্তা নিখোঁজের পর থেকে সারাদেশে ব্যাপক আলোচনার শুরু হয়।

আবু ত্ব-হা উদ্ধার হওয়ার পর শুক্রবার (১৮ জুন) রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, রংপুরের একটি বাড়িতে তাকে পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়