শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণের রায়কে ভয় পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি: আব্দুর রহমান

জহিরুল ইসলাম শিবলু: [২] বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, জনগণের রায়কে ভয় পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ স্বল্পোন্নত রাষ্ট্র থেকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই শেখ হাসিনার মনোনীত প্রার্থী পরাজিত হতে পারে না, জনগণের রায়ে তাঁর প্রার্থী বিজয়ী হবেন। এ কারনেই তারা (বিএনপি) নির্বাচন থেকে সরে দাঁড়ায় বলে মন্তব্য করেন তিনি।

[৩] আগামী ২১ তারিখ লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে জেলার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের কথা সংসদে তুলে ধরার জন্য দলীয় নেতা-কর্মীদের আহবান জানান আওয়ামী লীগের এ নেতা।

[৪] আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে দলাল বাজার ডিগ্রী কলেজ মাঠে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

[৫] জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুলহুদা পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, মমিন পাটোয়ারী, আব্দুল মতলব, এডভোকট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

সম্পাদনা: মারুফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়