শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয়নগরে পরিবারসহ শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার প্রতিবাদে মানববন্ধন

এএইচ রাফি : [২] ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক শিক্ষককে পরিবারসহ পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

[৩] শুক্রবার উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানী পলিটেকনিক একাডেমির সামনে স্বাস্থ্যবিধি মেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন পান্টুস, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনামুল কবির সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খায়রুল কবির আহমেদ, ছাত্রনেতা আসিফ মান্না, প্রাক্তন ছাত্র আকিব জাভেদ,এনামুল চৌধুরী প্রমুখ।

[৪] এসময় বক্তারা বলেন, আমদের প্রিয় স্কুল শিক্ষক আবু নাঈম স্যারকে হত্যার চেষ্টা ও পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে তার বিচার দাবি করি। স্যারকে পিঠিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। যারা হামলা করেছে তারা এলাকার খুবই প্রভাবশালী। এদের বিচার চাই। এদের আইনের আওতায় আনা হোক। এমন বিচার করা হোক যেনো এই রকম ঘটনা আর না ঘটে।

[৫] মানববন্ধনে মেরাসানী পলিটেকনিক একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সহ ৫শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

[৬] গত ১৪জুন ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আবু নাইম ভূইয়া(৫৫), তার স্ত্রী-দুই ছেলে ও স্ত্রীকে হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা। এই ঘটনায় শিক্ষক আবু নাইম ভূইয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেছেন। এই হামলার ঘটনায় আহত অন্যান্যরা হলেন, শিক্ষক আবু নাইমের স্ত্রী মোছা. পারভীন আক্তার, বড় ছেলে শামসুদ্দিন জিসান ও ছোট ছেলে আবু আব্দুল্লাহ শরফুদ্দিন। এরমধ্যে শামসুদ্দিন জিসান জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

[৭] এই বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান,'শিক্ষক ও তার পরিবারের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে'।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়