সোহাগ হাসান : [২] তাড়াশে স্কুলের টয়লেট থেকে আব্দুল মতিন (৩৬) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুলটা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
[৩] তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, সকালে স্কুল মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিলো। এসময় তারা স্কুলের টয়লেটে আব্দুল মতিনের লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
[৪] ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ স্কুলের টয়লেটে ফেলে রাখা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে
প্রেরণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ