শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপহরণ’ নাকি ‘নিখোজ’ , শিক্ষক স্বামীর সন্ধানে চৌগাছা থানায় জিডি

বাবুল আক্তার:[২] যশোরের চৌগাছায় নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়েছেন হাবিবুর রহমান (৪০) নামের এক প্রধান শিক্ষক। তিনি উপজেলার জগদিশপুর ইউনিয়নের দক্ষিণসাগর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই গ্রামের সাদু মিয়ার ছেলে।

[৩] সোমবার রাত ৮ দিকে মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি বলে জানিয়েছেন নিখোঁজ প্রধান শিক্ষকের স্বজনরা।ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি প্রাথমিক তদন্ত চলছে।

[৪] এ ঘটনায় নিখোঁজ শিক্ষক হাবিবুর রহমানের স্ত্রী তাঞ্জিলা বেগম স্বামীর সন্ধান চেয়ে (১৫ জুন) মঙ্গলবার সকালে চৌগাছা থানায় একটি সাধারন ডায়েরী করেন । পরিবারের দাবী, সোমবার রাত ৮ টার দিকে মসজিদে এশার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর পরে আর বাড়ি ফিরে আসেনি। নামাজ পড়তে যাওয়ার সময় মোবাইল বাড়িতে রেখে যান হাবিবুর।

[৫] বাড়ি ফিরে না আসলে মসজিদের অন্য মুসল্লিদের কাছে খোঁজ নিলে তারা বলেন, হাবিবুর নামাজ পড়তে যাননি। এর পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।হাবিবুর রহমানের স্ত্রী তানঞ্জিলা বেগমের দাবী তার স্বামীর সাথে কারো দ্বন্দ্ব নেই। তিনি জানান, ‘উপজেলার মাড়ুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রকির চাকরীরর জন্য চারাবাড়ি গ্রামের আব্দুলের সাথে চার লাখ টাকা লেনদেন হয়। এই টাকার মৌখিক স্বাক্ষী ছিল আমার স্বামী।

[৬] রকির চাকরী না হওয়ায় বিষয়টি নিয়ে প্রায় তাকে চিন্তিত থাকতে দেখতাম। আমার সন্দেহ হচ্ছে টাকার জন্য আমার স্বামীকে অপহরণ করা হয়েছে কিনা।স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান বলেন, আমি ঘটনা জানতে পেরে শিক্ষক হাবিবুর রহমানের বাড়িতে গিয়েছিলাম।

[৭] পরিবারকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, নিখোঁজ পরিবার থানায় জিডি করেছেন। তার সূত্র ধরে আমরা কাজ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়