শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের কোভিড-১৯ স্বাস্থ্য সচেতনে ইয়োগা কর্মশালা

বিপ্লব বিশ্বাস: [২] দেশের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনার ক্লান্তিলগ্নে পুলিশ সদস্যদের ভূমিকা ছিলো অপ্রতিরোধ্য। এই যুদ্ধে পুলিশের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন। তাই পুলিশ সদস্যদের কোভিড-১৯ সম্পর্কিত ও স্বাস্থ্য সচেতনার জন্য একটি অভিবাদনসূচক ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

[৩] শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে এ ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত হয়। এ ইয়োগা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ঈশা হাঠা ইয়োগার প্রশিক্ষক রুমা চৌধুরী।

[৪] ইয়োগা সম্পর্কে প্রশিক্ষক রুমা চৌধুরী বলেন, আমরা প্রকৃতি থেকে অনেক দূরে চলে এসেছি। রীতিমত প্রকৃতির বিরুদ্ধ আচরণ করছি। সে কারনে প্রাকৃতিক প্রতিশোধের শিকার হচ্ছি। আমাদের প্রকৃতির নিয়মকে জানতে হবে, সেই সাথে নিজেকে সাজাতে হবে। প্রকৃতি খুব সজীব এবং জীবন্ত। আমাদের তা অনুধাবনের যোগ্যতা অর্জন করতে হবে। প্রকৃতির ছন্দের সাথে নিজেকে ছন্দবদ্ধ করার মাধ্যম হচ্ছে ইয়োগা।

[৫] ইয়োগা শেষে কল্যাণ ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, চলমান কোভিড-১৯ প্রতিরোধে একটি উত্তম শরীরচর্চার মাধ্যম হলো ইয়োগা। এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল চাঙ্গা রাখার উদ্দেশে এই উদ্যোগ চালু করা হয়েছে।
সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার এই কর্মশালা অব্যাহতভাবে চলবে বলে পুলিশের জানান এ কর্মকর্তা।

[৫] ইয়োগা কর্মশালায় ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুর, সহকারী পুলিশ কমিশনার কাজী হাসান উদ্দিনসহ ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়