শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন, দগ্ধ গৃহকর্মী উদ্ধার, শিক্ষানবিশ আইনজীবী গ্রেপ্তার

মাসুদ আলম: [২] শুক্রবার দুপুর সাড়ে বারোটায় এক ব্যক্তি ঢাকার উত্তরার নয় নম্বর সেক্টরের সাত সি সড়কের বিশ নম্বর বাড়ি থেকে ফোন করে জানান, বাড়িটিতে এক নারী গৃহকর্মীকে এক গৃহকর্তার মেয়ে প্রচÐ মারধর ও গরম পানি ছুঁড়ে আহত করে একটি রুমে আটকে রেখেছে। কলার জানান তিনি প্রতিবেশি, তিনি আটক গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি উত্তরা পশ্চিম থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।

[৩] সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। নির্যাতনের শিকার গুরুতর আহত গৃহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। নির্যাতনের অভিযোগে গৃহকর্তার মেয়ে তানজিনা রহমানাকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

[৪] এদিকে শনিবার গৃহকর্মী নির্যাতনে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্য সচিব নাজমা ইয়াসমীন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ওই কিশোরী (১৮) উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসায় গত একবছর ধরে কাজ করে আসছে। গত বুধবার দুপুরে ভাত রান্না করতে দেরি হওয়ায় গৃহকর্তার মেয়ে শিক্ষানবিশ আইনজীবী তাজিনা সৌরভ চুলায় বসানো পাতিল থেকে ভাতের গরম মাড় নিয়ে কিশোরীর পিঠে ঢেলে দেন। এতে তার ঘাড় ও পিঠ ঝলসে যায়। শুক্রবার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দিলে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই গৃহকর্মী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়