শিরোনাম
◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিতর্কের জম্ম দেওয়া মোহামেডান দুঃখ প্রকাশ করে পার পেলো

স্পোর্টস ডেস্ক: [২] অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভেঙে বিতর্কের জন্ম দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আনুষ্ঠানিক শুনানিতে এই অভিযোগ স্বীকার করে নিয়েছে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। যদিও এর ফলে তাদের কোনো শাস্তি পেতে হচ্ছে না।

[৩] গত ৪ জুন সাকিব আল হাসানের অনুশীলনে ঢুকে পড়েছিলেন এক বহিরাগত। এরপর এই বিষয়ের তদন্ত শুরু করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মঙ্গলবার (৮ জুন) হয়েছে শুনানি।

[৪] ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার জন্য মোহামেডান ক্লাবকে নোটিশ দিয়েছে সিসিডিএম। এই বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম। বুধবার (৯ জুন) এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, শুনানিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন দলটির অধিনায়ক সাকিব আল হাসানও।

[৫] এনাম বলেন, বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি। মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।

[৭] জৈব সুরক্ষা বলয় ভাঙার তদন্তের ঘোষণা দিয়ে সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা। তবে পরিশেষে সতর্ক করে দিয়েই এই ঘটনার ইতি টেনেছে সিসিডিএম। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়