শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিতর্কের জম্ম দেওয়া মোহামেডান দুঃখ প্রকাশ করে পার পেলো

স্পোর্টস ডেস্ক: [২] অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভেঙে বিতর্কের জন্ম দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আনুষ্ঠানিক শুনানিতে এই অভিযোগ স্বীকার করে নিয়েছে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। যদিও এর ফলে তাদের কোনো শাস্তি পেতে হচ্ছে না।

[৩] গত ৪ জুন সাকিব আল হাসানের অনুশীলনে ঢুকে পড়েছিলেন এক বহিরাগত। এরপর এই বিষয়ের তদন্ত শুরু করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মঙ্গলবার (৮ জুন) হয়েছে শুনানি।

[৪] ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার জন্য মোহামেডান ক্লাবকে নোটিশ দিয়েছে সিসিডিএম। এই বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম। বুধবার (৯ জুন) এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, শুনানিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন দলটির অধিনায়ক সাকিব আল হাসানও।

[৫] এনাম বলেন, বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি। মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।

[৭] জৈব সুরক্ষা বলয় ভাঙার তদন্তের ঘোষণা দিয়ে সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা। তবে পরিশেষে সতর্ক করে দিয়েই এই ঘটনার ইতি টেনেছে সিসিডিএম। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়