শিরোনাম
◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিতর্কের জম্ম দেওয়া মোহামেডান দুঃখ প্রকাশ করে পার পেলো

স্পোর্টস ডেস্ক: [২] অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভেঙে বিতর্কের জন্ম দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আনুষ্ঠানিক শুনানিতে এই অভিযোগ স্বীকার করে নিয়েছে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। যদিও এর ফলে তাদের কোনো শাস্তি পেতে হচ্ছে না।

[৩] গত ৪ জুন সাকিব আল হাসানের অনুশীলনে ঢুকে পড়েছিলেন এক বহিরাগত। এরপর এই বিষয়ের তদন্ত শুরু করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মঙ্গলবার (৮ জুন) হয়েছে শুনানি।

[৪] ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার জন্য মোহামেডান ক্লাবকে নোটিশ দিয়েছে সিসিডিএম। এই বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম। বুধবার (৯ জুন) এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, শুনানিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন দলটির অধিনায়ক সাকিব আল হাসানও।

[৫] এনাম বলেন, বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি। মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।

[৭] জৈব সুরক্ষা বলয় ভাঙার তদন্তের ঘোষণা দিয়ে সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা। তবে পরিশেষে সতর্ক করে দিয়েই এই ঘটনার ইতি টেনেছে সিসিডিএম। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়