শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে বারাশিয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

সনত চক্রবর্ত্তী:[২] ফরিদপুরের আলফাডাঙ্গায় বারাশিয়া নদী থেকে ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৮টায় নিখোঁজের শিশুটির বাড়ির সামনের নদী থেকেই লাশটি উদ্ধার করা হয়।

[৩] ফাতেমা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের ফায়েক মোল্যার মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ফায়েক মোল্যা প্রায় পাঁচ বছর আগে অন্যত্র থেকে এসে জাটিগ্রাম বাজার সংলগ্ন বারাশিয়া নদীর বেড়িবাঁধে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন।

[৪] উল্লেখ, মঙ্গলবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি ঘরের পাশে বারাশিয়া নদীতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নদীতে অনুসন্ধান করে তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে বিকালে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়।

[৫] কিন্তু তাদের ডুবুরি দলের সদস্য না থাকার কারণে খুলনা থেকে তিন সদস্যের ডুবুরি দল এনে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে তারা চলে যায়। এরপর নিখোঁজের একদিন পর বুধবার সকালে শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে তার স্বজনেরা লাশটি উদ্ধার করে।

[৬] এ বিষয়ে আলফাডাঙ্গা থানার এসআই উত্তম কুমার সেন 'আমাদের সময় ডটকমকে' বলেন , ‘শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু শিশুটিকে উদ্ধারে খুলনা থেকে ডুবুরি দল এনে নদীতে অনেক উদ্ধার তৎপরতা চালিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি। এরপর নিখোঁজের একদিন পর শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়