শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে বারাশিয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

সনত চক্রবর্ত্তী:[২] ফরিদপুরের আলফাডাঙ্গায় বারাশিয়া নদী থেকে ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৮টায় নিখোঁজের শিশুটির বাড়ির সামনের নদী থেকেই লাশটি উদ্ধার করা হয়।

[৩] ফাতেমা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের ফায়েক মোল্যার মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ফায়েক মোল্যা প্রায় পাঁচ বছর আগে অন্যত্র থেকে এসে জাটিগ্রাম বাজার সংলগ্ন বারাশিয়া নদীর বেড়িবাঁধে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন।

[৪] উল্লেখ, মঙ্গলবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি ঘরের পাশে বারাশিয়া নদীতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নদীতে অনুসন্ধান করে তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে বিকালে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়।

[৫] কিন্তু তাদের ডুবুরি দলের সদস্য না থাকার কারণে খুলনা থেকে তিন সদস্যের ডুবুরি দল এনে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে তারা চলে যায়। এরপর নিখোঁজের একদিন পর বুধবার সকালে শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে তার স্বজনেরা লাশটি উদ্ধার করে।

[৬] এ বিষয়ে আলফাডাঙ্গা থানার এসআই উত্তম কুমার সেন 'আমাদের সময় ডটকমকে' বলেন , ‘শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু শিশুটিকে উদ্ধারে খুলনা থেকে ডুবুরি দল এনে নদীতে অনেক উদ্ধার তৎপরতা চালিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি। এরপর নিখোঁজের একদিন পর শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়