শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরে দেখা: বিয়ের খবর গোপন করতে চেয়েছিলেন অনজু ঘোষ

ইমরুল শাহেদ: ‘যত দোষ অনজু ঘোষ’- এমনই একটা প্রচলিত প্রবাদ ছিলো অনজু সম্পর্কে। তিনি সওদাগর, আবে হায়াৎ এবং নরম গরম ছবির সাফল্যের কারণে সমকালীন তারকা শাবানা, রোজিনাসহ আরো অনেককে অতিক্রম করে প্রথম সারির তারকার আসনে চলে আসেন। এজন্য তাকে সবাই হিংসার চোখেই দেখত। কিন্তু তিনিও যে বিতর্কের উর্ধ্বে ছিলেন এমন নয়। জনপ্রিয়তা অনেক সময় মানুষকে স্বেচ্ছাচারি করে তোলে। অনজুর ক্ষেত্রেও এমনটা ঘটেছিল। যাহোক, আমি এখানে তার একটা ব্যক্তিগত ঘটনা তুলে ধরতে চাইছি।

বিনোদন সাংবাদিক হিসেবে সংবাদের খোঁজে আমি প্রতিদিনই এফডিসিতে যেতাম। একদিন গেলাম রাতের দিকে। সেদিন ছিল বুধবার। অনজু ও আলমগীর তখন পরিচালক হাফিজউদ্দিনের ‘আওলাদ’ ছবির শুটিং করছিলেন এফডিসির প্রশাসনিক ভবনের দোতলায়। অনজুর পরণে ছিলো পুলিশের পোশাক। আমাকে দেখেই অনজু স্যলূট দিয়ে বললেন, ‘থেকো তোমার সঙ্গে কথা আছে।’ আমি এদিক ওদিক ঘুরে প্যাকআপের সময় অনজুর সেটে আবার গেলাম। তিনি শুটিং কস্টিউম বদল করে আমাকে নিয়ে নিচে নামলেন। বললেন, ‘গাড়িতে উঠো।’ উঠলাম। গাড়ি ছুটে চললো সংসদ ভবনের পাশে তার বাসার দিকে।

তিনি বলেন, ‘কাল একটি পত্রিকায় পরিচালক এফ কবীর চৌধুরী ও আমার বিয়ের খবর প্রকাশ হতে যাচ্ছে। বিশ্বাস কর আমি তাকে বিয়ে করিনি।’ অনজুর বিয়ের কাবিন তখন আমার পকেটে। বিলম্বে পাওয়ায় আমি নিউজটি করতে পারিনি। আমি তাকে বললাম, ‘তুমি যখন বিয়ে করনি, তখন সংবাদ প্রকাশ হওয়ার পর তুমি কি পত্রিকাটির বিরুদ্ধে মামলা করবে?’ অনজু বলেন, ‘দরকার হলে তাই করতে হবে। পুরো ব্যাপারটাই আহমদ জামান চৌধুরী (চিত্রালী সম্পাদক) ও কবীর ভাইয়ের ষড়যন্ত্র।’ ততক্ষণে আমরা ফার্মগেটে পৌঁছে গেছি। আমি গাড়ি থামাতে বললাম। গাড়ি থামতেই নেমে গেলাম।

পকেট থেকে কাবিনের কপিটি বের করে বললাম, ‘তুমি বিয়ে করেছ। এই যে কাবিনের কপি। দেরিতে পাওয়ায় আমি নিউজটি করতে পারিনি। এটা কারো ষড়যন্ত্র নয়। একটা সত্যকে আমাকে দিয়ে তুমি মিথ্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছ।’ অনজু একটু অবাক হলেন - আমার পকেটে কাবিন থাকা সত্তে¡ও আগে থেকে তাকে বুঝতে দেইনি বলে। অনজু বললেন, ‘কাল সকালে বাসায় আস, এই নিয়ে বিস্তারিত কথা বলব।’ পরদিন আর আমার অনজুর বাসায় যাওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়