শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৯:১০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ২য় স্ত্রীর বাসায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: [২] কুমিল্লা নগরীতে দ্বিতীয় স্ত্রীর বাসায় এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম হাজি কাউসার (৫০)। তিনি উত্তর চর্থার হাজি আবদুল ছালামের ছেলে। কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের মদিনা পেপারের স্বত্বাধিকারী তিনি। তার প্রথম সংসারে কোন সন্তান নেই। দ্বিতীয় সংসারে তার দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

[৩] নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার সময় নিহতের ছোট ভাইয়ের কাছে একটি মেসেজ আসে, কাউছার মারা গেছে। তার লাশ নগরীর একটি হাসপাতালে আছে। খবর শুনে সেখানে উপস্থিত হন স্বজনরা। পরে গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দিলে রাতে কোতয়ালি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

[৪] নিহতের ছোট ভাই ছিদ্দিকুর রহমান জানান, দ্বিতীয় স্ত্রী মিথিলা আক্তার বিথির বাসায় ছিলেন ভাই কাউছার। তার সাথে কারো বিরোধ ছিল না। আমরা এটাও স্পষ্ট নয়, এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু। গলায় আঘাতের চিহ্ন থাকার কারণে পুলিশকে খবর দিই।
কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ ছিল। এখন নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে বোঝা যাবে, এটা হত্যা, নাকি অন্যকিছু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়