শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় প্রাণিসম্পদ প্রদর্শনী

হাবিবুর রহমান:[২] নেত্রকোণার পূর্বধলায় শনিবার দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় পূর্বধলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হেলিপ্যাড মাঠে এই প্রদর্শনীর আয়োজন করে।

[৩] এ উপলক্ষে প্রদর্শনী প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা সেতুর সভাপতিত্বে প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ পিহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন জাহিদুল ইসলাম সুজন।

[৪] স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা সুমি, সফল ডেইরি খামারি আল- আমিন
প্রমুখ।

[৫] দর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণী সম্পদ প্রদর্শন করা হয় এবং প্রদর্শনীতে উপস্থিত কোমলমতি শিশুদের দুধ পান করা হয়।পরে বক্তারা মেধাবী জাতি গঠন করতে হলে মাছ, মাংস, ডিম খাওয়ার কোন বিকল্প নেই, তাই প্রতিটি বাড়িতে স্ব স্ব উদ্যোগে গরু, হাঁস, ও মুরগীর খামার গড়ে তুলার আহ্বান জানায়।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়