লিহান লিমা: [২] হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখপাত্র ও আইনজীবী চাও হান তুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাও তিনআনমেন স্কয়ার গণহত্যার ৩২তম বার্ষিকী উপলক্ষ্যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করতে চেয়েছিলেন। পুলিশ বলছে, তিনি করোনা ভাইরাস জনিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বে-আইনী সমাবেশ করতে চেয়েছিলেন। গার্ডিয়ান
[৩]১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করা হাজার হাজার ছাত্রছাত্রীর ওপর নির্বিচারে গুলি চালায় চীনের পুলিশ। হংকংসহ চীনের বহু গণতন্ত্রপন্থী ৪ জুন তিয়েনআনমেন দিবস পালন করে। প্রতিবছর হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে বিশাল সমাবেশ হয়।
[৪]গতবছর চীন মহামারীর কারণে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়। যারা নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করেছিলেন তাদের এক বছরের জেল দেয়া হয়।
[৫]এ বছরও এই দিনটিকে ঘিরে সমাবেশ ঠেকাতে শহরজুড়ে প্রায় ৭ হাজার পুলিশ মোতায়েন করা হয়। ভিক্টোরিয়া পার্ক ঢেকে দেয়া হয় নিরাপত্তার চাদরে। তবে অধিকার কর্মীরা ভিন্নভাবে প্রতিবাদের ডাক দিয়েছেন। প্রত্যেক হংকংবাসীকে ৪/৬ লিখে রাতের বেলা ঘরে আলো জ্বালানোর ডাক দেয়ার হয়।
[৬]বন্দি থাকা গণতন্ত্রপন্থী অধিকার কর্মী লি চুক ইয়ান কারাগার থেকে বার্তা দিয়ে বলেন, ‘শাসকদল সমাবেশ বন্ধ করতে পারবে কিন্তু জনগণের হৃদয় নয়। আমার প্রত্যাশা সবাই প্রতিবাদের নিজস্ব উপায় খুঁজে নেবেন, সবাই জানালায়, বারান্দায়, রাস্তায় যেখানেই পারুন আলো জ্বালান।’ হংকং ছাড়াও টোকিও, সিডনি, লন্ডন, বার্লিন ও ওয়াশিয়ংটনে বার্ষিকী উদযাপনের পরিকল্পনা করেছেন অভিবাসীরা।