রাজু চৌধুরী : [২] চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গোডাউন থেকে মালামাল ডাকাতির ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে ধরতে গিয়ে বাসা থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ।
[৩] বুধবার (২ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের ডবলমুরিং মডেল থানা পুলিশ চান্দগাঁও থানার শংকর দেওয়ানজীরহাট এলাকার আহমেদ হোসেন কন্ট্রাক্টরের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। টিনশেড ঘরের ওই বাসায় ভাড়ায় থাকতেন আন্তঃজেলা ডাকাত দল নুর নবী বাহিনীর সদস্য মো. নাসির।
[৪] পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার করা গেলেও নাসিরকে গ্রেপ্তার করা যায়নি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, রিমান্ডে থাকা আন্তঃজেলা ডাকাত দলপ্রধান নুর নবীর দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে ওই বাসায় অভিযান চালানো হয়। তবে পুলিশ আসার আগেই নাসির পালিয়ে যায়। নাসির নুর নবীর অন্যতম সহযোগী। তার কাছেই অস্ত্র ও গুলি থাকে। তাদের টার্গেট নির্ধারণ হলে এসব অস্ত্র, গুলি নিয়ে নাসির বের হয়।
[৫] তিনি বলেন, আন্তঃজেলা ডাকাত দল নুর নবী বাহিনী ডাকাতির সময় অস্ত্র ও কিরিচ ব্যবহার করতো বলে রিমান্ডে সে স্বীকার করেছে, এসব অস্ত্র তার বাহিনীর সদস্য নাসিরের কাছে আছে। অভিযান চালিয়ে টিনশেড ঘরের ভাড়াটিয়া নাসিরের কক্ষ থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং একটি কিরিচ উদ্ধার করা হয়।
[৬] ওসি মহসীন বলেন, নাসিরের বিরুদ্ধে রাউজান ও রাঙ্গুনিয়া থানায় দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে চান্দগাঁও থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি মহসীন।