মো:সাগর আকন: [২] বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত রাসেল খান (২৫) সরিষামুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হারুন খান এর ছেলে।
[৩] স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল খান তাদের বাড়ির পশ্চিম পার্শ্বের পুকুর পাড় পরিস্কার করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে নারিকেল গাছের ডাল পুকুর পারে পড়ে থাকতে দেখে তা সরিয়ে নিতে আসেন। এসময় বিদ্যুতের খাম্বার সাথে ঐ নারিকেল ডাল মিলে থাকায় তা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
[৪] নিহতের বাবা হারুন খান এসময় আহাজারী করে বলেন, কারেন্টের খাম্বা বাড়ির মধ্যে দিয়া নিয়া আমার পোলাডারে মারলে ব্যাডারা, এর কি কোনো বিচার নাই। অপরদিকে কলেজ শিক্ষার্থী রাসেলের মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসেন। সম্পাদনা: সাদেক আলী