শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের কঠোর লগডাউন

আশরাফুল নয়ন : [২] করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৩ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

[৩] জেলা প্রশাসক হারুন-উর-রশিদ এ লকডাউন ঘোষণা করেন। বুধবার (০২ জুন) দুপুরে নওগাঁ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বুধবার রাত ১২.০১ মিনিট থেকে বলবৎ হবে। কার্যকর থাকবে ৯ জুন রাত ১২.০০ টা পর্যন্ত।

[৪] গণপরিবহন বন্ধসহ ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের সময় দোকান, ব‌্যবসা প্রতিষ্ঠান ও হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে।

[৫] জেলা প্রশাসক জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

[৬] তিনি আরও জানান, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।

[৭] সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়