শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের কঠোর লগডাউন

আশরাফুল নয়ন : [২] করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৩ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

[৩] জেলা প্রশাসক হারুন-উর-রশিদ এ লকডাউন ঘোষণা করেন। বুধবার (০২ জুন) দুপুরে নওগাঁ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বুধবার রাত ১২.০১ মিনিট থেকে বলবৎ হবে। কার্যকর থাকবে ৯ জুন রাত ১২.০০ টা পর্যন্ত।

[৪] গণপরিবহন বন্ধসহ ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের সময় দোকান, ব‌্যবসা প্রতিষ্ঠান ও হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে।

[৫] জেলা প্রশাসক জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

[৬] তিনি আরও জানান, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।

[৭] সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়