শিরোনাম
◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে  ◈ রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে করোনায় একদিনে সাতজনের মৃত্যু, ৪২ নমুনা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে: রামেক পরিচালক (ভিডিও)

শাহীন খন্দকার: [২] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও বলেন, করোনা ইউনিটে সোমবার থেকে মঙ্গলবার (১ জুন) পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শামীম ইয়াজদানী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[৩] ব্রি.জে.শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নওগাঁর একজন, রাজশাহীর একজন, নাটোরের দুইজন রয়েছেন। এ নিয়ে গত আট দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬২ জন। যার মধ্যে ৩২ জন করোনা শনাক্ত রোগী।

[video width="640" height="368" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/06/video-1622535650.mp4"][/video]

[৪] পরিচালক আরও জানান, সোমবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজেটিভ রোগী ৯১ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ৩৭ জনের মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৬ জন। এর আগে ৩০ মে রামেকে এক দিনে ১২ করোনা রোগীর মৃত্যু হয়। এটাই একদিনে মৃতের সংখ্যা রামেক হাসপাতালের সর্বোচ্চ রেকর্ড বলে জানান তিনি। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়