শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের স্রোতে নৌকাচালক নিখোঁজ

আল-হেলাল: [২] সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তবর্তী নদী যাদুকাটায় পাহাড়ি ঢলে স্রোতের কবলে পড়ে হারিছ মিয়া (৩৮) নামে এক খেয়া নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের নুর ইসলামের ছেলে।

[৩] সোমবার (৩১ মে) সকালে বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীর খেয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

[৪] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই ভারতের মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢলে যাদুকাটা নদীতে প্রবল বেগে পানি আসতে শুরু করে। প্রবল স্রোত ও বৃষ্টির মধ্যেই বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীতে চার থেকে পাঁচজন যাত্রী নিয়ে খেয়া পাড়ি দিচ্ছিল ইঞ্জিন নৌকার মাঝি হারিছ মিয়া।

[৫] এক পর্যায়ে বাতাসের প্রবল বেগ ও পানির স্রোতের কবলে পড়ে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। অবস্থা বেগতিক দেখে নৌকায় থাকা যাত্রীরা স্রোতের পানিতে ঝাপ দিয়ে সাঁতরে ওপারে কিনারায় পৌঁছতে পারলেও মাঝি হারিছ মিয়া স্রোতের কবলে ভেসে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন ব্যাপক অনুসন্ধান করেও তার হদিস পায়নি। স্থানীয় সমাজসেবী আলম সাব্বির এ ঘটনা নিশ্চিত করে বলেন,হারিছ মিয়াকে উদ্ধারের জন্য ঘটনাস্থল থেকে যাদুকাটা নদীর ভাটিতে অনুসন্ধান চলছে। অন্যদিকে হারিছ মিয়ার পরিবারে চলছে শোকের মাতম।

[৬] তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার জানান, নিখোঁজ মাঝির উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়