শিরোনাম
◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম ◈ গণ-অভ্যুত্থানের পর থেকেই গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক সড়কে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি, নিহত ২ ◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের স্রোতে নৌকাচালক নিখোঁজ

আল-হেলাল: [২] সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তবর্তী নদী যাদুকাটায় পাহাড়ি ঢলে স্রোতের কবলে পড়ে হারিছ মিয়া (৩৮) নামে এক খেয়া নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের নুর ইসলামের ছেলে।

[৩] সোমবার (৩১ মে) সকালে বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীর খেয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

[৪] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই ভারতের মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢলে যাদুকাটা নদীতে প্রবল বেগে পানি আসতে শুরু করে। প্রবল স্রোত ও বৃষ্টির মধ্যেই বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীতে চার থেকে পাঁচজন যাত্রী নিয়ে খেয়া পাড়ি দিচ্ছিল ইঞ্জিন নৌকার মাঝি হারিছ মিয়া।

[৫] এক পর্যায়ে বাতাসের প্রবল বেগ ও পানির স্রোতের কবলে পড়ে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। অবস্থা বেগতিক দেখে নৌকায় থাকা যাত্রীরা স্রোতের পানিতে ঝাপ দিয়ে সাঁতরে ওপারে কিনারায় পৌঁছতে পারলেও মাঝি হারিছ মিয়া স্রোতের কবলে ভেসে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন ব্যাপক অনুসন্ধান করেও তার হদিস পায়নি। স্থানীয় সমাজসেবী আলম সাব্বির এ ঘটনা নিশ্চিত করে বলেন,হারিছ মিয়াকে উদ্ধারের জন্য ঘটনাস্থল থেকে যাদুকাটা নদীর ভাটিতে অনুসন্ধান চলছে। অন্যদিকে হারিছ মিয়ার পরিবারে চলছে শোকের মাতম।

[৬] তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার জানান, নিখোঁজ মাঝির উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়