শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় মূল আসামিসহ গ্রেপ্তার ৩, লুষ্ঠিত মালামাল উদ্ধার

রিয়াজুর রহমান রিয়াজ : [২] সোমবার(৩১ মে) সকালে এ তথ্য জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

[৩] পুলিশ সূএে জানা গেছে, গত ২৭ মে নগরীর ডবলমুরিং মডেল থানাধীন পােষ্টারপাড় এলাকায় আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গােডাউনে সংঘটিত এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয় । ১০/১২ জনরে একটি ডাকাত দল ৩ টনের একটি ট্রাকে করে এসে অস্ত্র - সস্ত্রের ভয় দেখিয়ে দারােয়ান সহ ৩ জনকে মারপিট করে ডাকাতি সংগঠিত করে । উক্ত ডাকাতির ঘটনার লুষ্ঠিত ৯২ কার্টন সিগারেট এবং দুই কার্টন বিক্রিলব্ধ ৬৮ হাজার টাকা উদ্ধার করেন ডবলমুরিং থানা পুলিশ।

[৪] গ্রেফতার করা হয়েছে ডাকাতির মূলহোতা নােয়াখালী জেলার হাতিয়া থানার পশ্চিম বড়ডেল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মােঃ নুর নবী ( ৩০ ) ডাকাতির মালামাল গ্রহণকারী কুমিল্লা সদরের পশ্চিম বাগিছাগাঁও ও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মােঃ শাহজাহান ( ৬০ ) এবং তার ছেলে মােঃ এনায়েত উল্লাহ শান্তকে । তন্মধ্যে শান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ।

[৫] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আবুল খায়ের গ্রুপের লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার ও ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা শুধু গত চার মাসেই কোটি টাকার বেশি মূল্যের মালামাল লুট করেছে। গত পাঁচ বছরে চক্রটি প্রায় ৫০টি ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি টাকার মালামাল লুট করে।

[৬] তিনি আরও জানান, সম্প্রতি পতেঙ্গায় গুদামের মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় একজনকে হত্যা করা হয়েছে। এছাড়া কোথাও বাধাপ্রাপ্ত হলে গুলিও করে চক্রটি।

[৭] এব্যাপারে গত ২৭ মে ডবলমুরিং মডেল থানার মামলা রুজু করা হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়