শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় মূল আসামিসহ গ্রেপ্তার ৩, লুষ্ঠিত মালামাল উদ্ধার

রিয়াজুর রহমান রিয়াজ : [২] সোমবার(৩১ মে) সকালে এ তথ্য জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

[৩] পুলিশ সূএে জানা গেছে, গত ২৭ মে নগরীর ডবলমুরিং মডেল থানাধীন পােষ্টারপাড় এলাকায় আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গােডাউনে সংঘটিত এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয় । ১০/১২ জনরে একটি ডাকাত দল ৩ টনের একটি ট্রাকে করে এসে অস্ত্র - সস্ত্রের ভয় দেখিয়ে দারােয়ান সহ ৩ জনকে মারপিট করে ডাকাতি সংগঠিত করে । উক্ত ডাকাতির ঘটনার লুষ্ঠিত ৯২ কার্টন সিগারেট এবং দুই কার্টন বিক্রিলব্ধ ৬৮ হাজার টাকা উদ্ধার করেন ডবলমুরিং থানা পুলিশ।

[৪] গ্রেফতার করা হয়েছে ডাকাতির মূলহোতা নােয়াখালী জেলার হাতিয়া থানার পশ্চিম বড়ডেল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মােঃ নুর নবী ( ৩০ ) ডাকাতির মালামাল গ্রহণকারী কুমিল্লা সদরের পশ্চিম বাগিছাগাঁও ও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মােঃ শাহজাহান ( ৬০ ) এবং তার ছেলে মােঃ এনায়েত উল্লাহ শান্তকে । তন্মধ্যে শান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ।

[৫] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আবুল খায়ের গ্রুপের লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার ও ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা শুধু গত চার মাসেই কোটি টাকার বেশি মূল্যের মালামাল লুট করেছে। গত পাঁচ বছরে চক্রটি প্রায় ৫০টি ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি টাকার মালামাল লুট করে।

[৬] তিনি আরও জানান, সম্প্রতি পতেঙ্গায় গুদামের মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় একজনকে হত্যা করা হয়েছে। এছাড়া কোথাও বাধাপ্রাপ্ত হলে গুলিও করে চক্রটি।

[৭] এব্যাপারে গত ২৭ মে ডবলমুরিং মডেল থানার মামলা রুজু করা হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়