শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১০:০০ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে চার হাজার ইয়াবাসহ আটক ৫

সুজন কৈরী: ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে সাড়ে চার হাজার ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবদুল মান্নান খাঁ, মো. ইফতেখার মাহাবুব ফুয়াদ, মো. জাফর, মো. আনাস ইবনে জামান এবং মো. ওসমান রাফিন।

রোববার রাতে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর পর্যন্ত এসব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চার হাজার ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭৯৩ পিস ইয়াবাসহ আবদুল মান্নান খাঁকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া শনিবার রাতে কুতুবখালী মাদ্রাসা রোডের কিতাব মার্কেট এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ ইফতেখার মাহাবুব ফুয়াদকে গ্রেপ্তার করে ব্যাটালিয়নের পৃথক দল। একই দিন র‌্যাব-১০ এর অপর একটি দল ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ৩০২ পিস ইয়াবাসহ জাফর, আনাস ইবনে জামান এবং ওসমান রাফিন নামের তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়