শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১০:০০ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে চার হাজার ইয়াবাসহ আটক ৫

সুজন কৈরী: ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে সাড়ে চার হাজার ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবদুল মান্নান খাঁ, মো. ইফতেখার মাহাবুব ফুয়াদ, মো. জাফর, মো. আনাস ইবনে জামান এবং মো. ওসমান রাফিন।

রোববার রাতে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর পর্যন্ত এসব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চার হাজার ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭৯৩ পিস ইয়াবাসহ আবদুল মান্নান খাঁকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া শনিবার রাতে কুতুবখালী মাদ্রাসা রোডের কিতাব মার্কেট এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ ইফতেখার মাহাবুব ফুয়াদকে গ্রেপ্তার করে ব্যাটালিয়নের পৃথক দল। একই দিন র‌্যাব-১০ এর অপর একটি দল ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ৩০২ পিস ইয়াবাসহ জাফর, আনাস ইবনে জামান এবং ওসমান রাফিন নামের তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়