শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকের মুক্তির দাবীতে বেলারুশের বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ

লিহান লিমা: [২] পূর্ব ইউরোপের দেশ বেলারুশের একনায়ক প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরোধী ও সমালোচকদের সমর্থনে যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, ইউক্রেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়াসহ বেলারুশের ঘনিষ্ঠ সহযোগী দেশ রাশিয়ায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গ্রেপ্তারকৃত সাংবাদিকের মুক্তির দাবী জানান। বিবিসি

[৩] গত ২৭ বছর ধরে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কোকে বলা হয় ‘ইউরোপের সর্বশেষ একনায়ক’। ক্ষমতায় থাকতে তিনি কঠোরভাবে ভিন্নমতকে দমন করেছেন, বিরোধী দলীয় নেতা ও সমালোচকদের গ্রেপ্তার করেছেন বা নির্বাসন নিতে বাধ্য করেছেন। গত আগস্টে তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানো বিরোধী দলীয় নেত্রী শ্বেতলানা তিখানোভস্কায়া লিথুয়ানিয়ায় রাজনৈতিক নির্বাসনে রয়েছেন।

[৪]রোববার লিথুয়ানিয়ায় বিক্ষোভস্থল থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে শ্বেতলানা বলেন, ‘আমি বিশ্বাস করি খুব শীঘ্রই পরিবর্তন আসবে। নতুন নির্বাচন হবে। কারণ দ্বিতীয় কোনো উপায় নেই। বেলারুশ হাল ছাড়বে না।’

[৫]গত সপ্তাহে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে মাঝপথে থামিয়ে রাজধানী মিনস্কে অবতরণ করাতে বাধ্য করে বেলারুশ সরকার। বিমানে থাকা বেলারুশের নির্বাসিত সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচ ও তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে ‘বিমান ছিনতাই’ অ্যাখ্যা দিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞারোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়ন। শনিবার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার প্রতি অকুন্ঠ সমর্থন জানানো ছাড়াও বেলারুশকে ৫০ কোটি ডলার আর্থিক ঋণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়