কায়সার হামিদ: কক্সবাজারের উখিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী বালুখালী দক্ষিণ পাড়ার হোছন এর পুত্র মোঃ মেহেদি হাসান (২০)।
২৮ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর কাস্টমস এন্টারপ্রাইজ এ্যান্ড ভ্যাট চেকপোস্ট এলাকা হতে তাকে আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস এন্টারপ্রাইজ এ্যান্ড ভ্যাট চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মেহেদি হাসানকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
তিনি আরও জানান,এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।