স্পোর্টস ডেস্ক : [২] বৃহস্পতিবার (২৭ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট ফন ডার লেয়েন ও কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মাইকেল গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগার সঙ্গে।
[৩] ইইউ’র বরাতে রয়টার্স জানিয়েছে, করেনা আতঙ্কে গেমস বাতিল করে দেয়াটাই একমাত্র পথ নয়। বিপদমুক্ত ও নিরাপদ অলিম্পিক আয়োজনে জাপানের ওপর ভরসা রয়েছে তাদের।
[৪] গেল বছরের ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা ছিল। তবে করোনা প্রভাবে স্থগিত হয় ইভেন্ট। চলতি বছর ২৩ জুলাই বৃহৎ এই আয়োজন শুরুর পরিকল্পনা রয়েছে। যদিও করোনা আবহে অলিম্পিক বাতিলের দাবি তুলেছে জাপানিরা। বুদ্ধিজীবী থেকে চিকিৎসক পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে।
[৫] অন্যদিকে একটি স্পন্সর প্রতিষ্ঠানও চায় আসরটি আপাতত না হক। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় জাপান সরকার। এমন অবস্থায় ইইউ’র সমর্থন বাড়তি প্রেরণা যোগাবে ইউশিহিদে সুগা প্রশাসন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি)। - রয়টার্স/ সময়টিভি