মোহাম্মদ শাহজাহান :[২] চট্টগ্রামের পটিয়ায় একদিনের ব্যবধানে আবারো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় একটি ভাঙ্গারি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এ ইয়াবার চালান উদ্ধার করা হয়।
[৩] পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান এর নেতৃত্বে একদল পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার রামু থানার মৃত বদিউল আলমের ছেলে মো. নজরুল ইসলাম (৪২), নোয়াখালী জেলার কবিরহাট থানার আবুল কাসেমের ছেলে মো. আবুল হাসান (১৮), চাঁদপুর জেলার মৃত মনছুর আহমদের ছেলে কাভার্ডভ্যান চালক মঞ্জু (৪৪), ঝালকাঠি জেলার মতিন খানের ছেলে মো. সোহাগ (৩১) ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. খায়রুল আলম সুজন (৩৪)।
[৪] জানা গেছে, মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় কক্সবাজার নারায়ণগঞ্জগামী একটি ভাঙ্গারি মালবাহী গাড়ি কাভার্ডভ্যানে তল্লাশি চালায় পুলিশ। এসময় ভাঙ্গারি মালামালের সাথে বিশেষ কায়দায় দুটি কালো রংয়ের ব্যাকপ্যাক স্কুলব্যাগ এর ভিতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাঁর আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
[৫] পটিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেছেন, কক্সবাজার থেকে নারায়ণগঞ্জগামী একটি ভাঙ্গারি মালামাল বোঝাই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
[৬] তিনি আরও বলেন, পরিবহন সেক্টরে এ চক্রটির বেশকিছু সিন্ডিকেট রয়েছে। নিজেদের পেশার আড়ালে গোপনে মাদক কারবারের সাথে জড়িত তাঁরা। এর আগে গত সোমবার রাতে লবণ বোঝাই একটি ট্রাক থেকে ৪৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।