শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ন্যায়-নীতি প্রতিষ্ঠায় সবাইকে আন্দোলন করতে হবে: ডা. জাফরুল্লাহ

সমীরণ রায়: [২] গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এবং প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, অনেকে এসএসসি বা এইচএসসি পাশ করেও রিকশা চালান। আপনারা ঢাকা শহরের ৫ লাখ রিকশাওয়ালা যদি এক হোন, তাহলে ট্রাফিক পুলিশ এবং সরকারের কাপড়-চোপড় নষ্ট হয়ে যাবে। কে কোথায় দৌঁড়াবে দিশা পাবে না। তাই আপনাদের একতাবদ্ধ হয়ে সংগঠন গড়ে তোলা উচিত। সব রিকশা ইঞ্জিনচালিত হওয়া উচিত। প্রত্যেকটা রিকশাচালকই রিকশার মালিক হবে। রিকশা যে চালাবেন রিকশার মালিক সেই হবেন অন্য কেউ নয়।

[৩] তিনি বলেন, আপনাদের সঙ্গে আমরা রয়েছি। তবে আপনাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে যে, আপনারা পান বিড়ি-সিগারেট খাওয়া ছেড়ে দিবেন। কারণ এগুলো খেলে ক্যান্সার এবং হাঁপানি রোগ হয়। একই সঙ্গে মেয়েদেরকেও ঠোঁটের রং লাগানো বন্ধ করতে হবে, এটাও শরীরের জন্য ক্ষতিকর। এটাই আপনাদের কাছে আমার চাওয়া।

[৪] তিনি আরও বলেন, ২০০ টাকার বিনিময়ে শুধু আপনি নয়, আপনার পুরো পরিবার চিকিৎসা সেবা পাবেন, খুব কম মুল্যে বিভিন্ন ধরনের অপারেশন সুবিধা পাবেন। টাকা জমা দেওয়ার জন্য আপনাদের এখানে আসতে হবে না। বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন। আপনাদের একটি বিমার বই দেওয়া হবে, সেটা দেখালেই হবে।

[৫] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনাদের ছেলে মেয়েরা যেন বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে। এই দেশটা কেবল বড় লোকের দেশ নয়। বাংলাদেশ, আমার আপনার সবার দেশ। তাই এখানে আমাদের সবার সমান অধিকার চাই। কথা বলা ও ভোটের অধিকার চাই। আমাদের ভোট আমরা কাকে দেবো সেই নিশ্চয়তা চাই।

[৬] মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে রিকশা ও ভ্যান চালক, ফেরিওয়ালা এবং ফুটপাতের ছোট দোকানদারদের জন্য গণস্বাস্থ্য বীমার উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়