সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরের বোয়ালমারীতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
[৩] গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (২৫ মে) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
[৪] বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নে অবস্থিত জয়নগর পুলিশ ফাঁড়ি ইন চার্জ উপ-পুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে আসামী শাহিদুল শেখকে (২৬) গ্রেফতার করা হয়।
[৫] শাহিদুল উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া মধ্যপাড়া গ্রামের মানিক শেখের ছেলে।
[৬] এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। সম্পাদনা: জেরিন আহমেদ