রাহুল রাজ :[২] দলে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেনি মোসাদ্দেক। নিজের ১০ রানেই সাজ ঘরে ফিরে আবার সমালোচনা সৃষ্টি করেছেন।
শুরুতে দুই উইকেট হারানোর পর মুশফিক-লিটনের ব্যাটে দেখা গিয়েছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। কিন্তু হলো না। বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে লিটন ফিরলেন সাজঘরে। লাকশান সান্দাক্যানের আউটসাইড অফের বল কাট করতে চেয়েছিলেন লিটন; কিন্তু পয়েন্ট ধরা পড়েন হাসারাঙ্গার হাতে।
[৩]আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২ চারে ৪২ বলে ২৫ রান। এর আগে তামিম ১৩ সাকিব ০ রানে আউট হলে শুরুতেই চাপে পাড়ে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জয় তুলতে পারলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ নিজেদের করে নেবে টিম টাইগার।
[৪]স্কোর: ২৬ ওভারে বাংলাদেশ ১১৩/৪ রিয়াদ ১৬*, মুশফিক ৪৪* রানে অপরাজিত আছেন।)