শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশ ছাড়ার সময় মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করলো মিয়ানমারের জান্তা সরকার

লিহান লিমা: [২] মিয়ানমার থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ডেনি ফেনস্টারকে (৩৭) গ্রেপ্তার করেছে মিয়ানমারের জান্তা সরকার। সোমবার সকালে ইয়াঙ্গুন বিমানবন্দরের কুয়ালালামপুরগামী ফ্লাইটে ওঠার পূর্বেই তাকে আটক করা হয়। দ্য ইন্ডিপেনডেন্ট

[৩] ডেনি ফেনস্টারকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নেয়া হয়েছে বলে জানা গিয়েছে। এক বিবৃতিতে ফ্রন্টিয়ার মিয়ানমার জানায়, ‘ডেনিকে কেনো আটক করা হয়েছে আমরা জানি না। সকাল থেকেই তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। আমরা তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন। শীঘ্রই তাকে মুক্তি দেয়ার দাবী জানাচ্ছি। আমাদের এখন মূল লক্ষ্য হলো তার নিরাপত্তা ও তার যা যা প্রয়োজন তা করা।’

[৪]গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যূত্থানের পর ৭০জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের জান্তা সরকার। তাদের মধ্যে ৪৮জন এখনো কারাগারে বন্দি রয়েছেন। এদের মধ্যে আছেন তিনজন বিদেশী সাংবাদিক। সেনাবাহিনী দেশটির কিছু গণমাধ্যমের নিবন্ধনও বাতিল করেছে, গণমাধ্যমের অফিসে তল্লাশি চালানোসহ সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে অনেক স্থানীয় গণমাধ্যমই জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবেদন অব্যাহত রেখেছে, সাংবাদিকরা গোপনে থেকেই সংবাদ প্রকাশ করে যাচ্ছেন।

[৫]কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ডেনি ফেনস্টার মুক্তির আহ্বান জানিয়ে বলেছে, ‘বিদেশী সাংবাদিকের চলাফেরার স্বাধীনতায় অবৈধ বিধি-নিষেধ মিয়ানমারের গণমাধ্যমের স্বাধীনতায় নতুন হুমকি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়