শিরোনাম
◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশ ছাড়ার সময় মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করলো মিয়ানমারের জান্তা সরকার

লিহান লিমা: [২] মিয়ানমার থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ডেনি ফেনস্টারকে (৩৭) গ্রেপ্তার করেছে মিয়ানমারের জান্তা সরকার। সোমবার সকালে ইয়াঙ্গুন বিমানবন্দরের কুয়ালালামপুরগামী ফ্লাইটে ওঠার পূর্বেই তাকে আটক করা হয়। দ্য ইন্ডিপেনডেন্ট

[৩] ডেনি ফেনস্টারকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নেয়া হয়েছে বলে জানা গিয়েছে। এক বিবৃতিতে ফ্রন্টিয়ার মিয়ানমার জানায়, ‘ডেনিকে কেনো আটক করা হয়েছে আমরা জানি না। সকাল থেকেই তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। আমরা তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন। শীঘ্রই তাকে মুক্তি দেয়ার দাবী জানাচ্ছি। আমাদের এখন মূল লক্ষ্য হলো তার নিরাপত্তা ও তার যা যা প্রয়োজন তা করা।’

[৪]গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যূত্থানের পর ৭০জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের জান্তা সরকার। তাদের মধ্যে ৪৮জন এখনো কারাগারে বন্দি রয়েছেন। এদের মধ্যে আছেন তিনজন বিদেশী সাংবাদিক। সেনাবাহিনী দেশটির কিছু গণমাধ্যমের নিবন্ধনও বাতিল করেছে, গণমাধ্যমের অফিসে তল্লাশি চালানোসহ সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে অনেক স্থানীয় গণমাধ্যমই জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবেদন অব্যাহত রেখেছে, সাংবাদিকরা গোপনে থেকেই সংবাদ প্রকাশ করে যাচ্ছেন।

[৫]কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ডেনি ফেনস্টার মুক্তির আহ্বান জানিয়ে বলেছে, ‘বিদেশী সাংবাদিকের চলাফেরার স্বাধীনতায় অবৈধ বিধি-নিষেধ মিয়ানমারের গণমাধ্যমের স্বাধীনতায় নতুন হুমকি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়