তৌহিদুর রহমান : [২] জেলার আখাউড়া থানা পুলিশের অভিযানে একাধিক ডাকাতি মামলার আদালতের পরোয়ানামূলে ফেরারী আসামি মো.আজিদ মিয়া(৩০) ওরফে আজি ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।
[৩] সোমবার (২৪ মে) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার দুপুরে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত আজিদ মিয়া অত্র উপজেলার মোগড়া ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামের বাসিন্দা মোঃ সফিক মিয়ার পুত্র। এলাকাবাসী সুত্রে জানা গেছে আজিদ এলাকার চিহৃিত পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ডাকাতির মামলা রয়েছে।
[৪] আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানূর রহমান বলেন, দূর্ধর্ষ পেশাদার ডাকাত মো.আজিদ মিয়াকে গোপন সংবাদের ভিওিতে গ্রেফতার করে আইনগত ব্যবস্থাগ্রহণ পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ