জুলাই আন্দোলনে মারা গেছেন এমন সরকারি গেজেটভুক্ত ‘জুলাই শহীদ’ আছেন ৮৩৬ জন। তাদের পেশা অ্যানালাইসিস করেছে পুলিশ হেডকোয়ার্টার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পেশাগত এই তথ্যের বিশ্লেষণ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সেখানে দেখা গেছে সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক, সংখ্যায় যা ২৭৮ জন।
পুলিশের প্রতিবেদন বলছে, গেজেটভুক্ত জুলাই শহীদের মধ্যে ২৫১ জন ছাত্র, বেসরকারি চাকরিজীবী ১৩৬ জন, ব্যবসায়ী ১২৫ জন, বেকার ১১ জন, মিডিয়াকর্মী ১০ জন, প্রবাসী ৭ জন, সরকারি চাকরিজীবী ৬ জন, শিক্ষক ৪ জন, আইনজীবী ২ জন, গৃহিণী ২ জন, চিকিৎসক ২ জন, বিয়ের কাজী ১ জন এবং সোর্স ১ জন। উৎস: বাংলাট্রিবিউন।