শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই: বিশেষজ্ঞ মত

মিনহাজুল আবেদীন:[২] ভারতের ভ্যারিয়েন্ট এখন সারা বিশ্বের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করছে। এই ভাইরাস ক্রমাগত নিজের ভেতরে নিজেই মিউটেশন তৈরি করে। নিজেকে বদলাতে থাকে, তার ফলে একই ভাইরাসের নানা ধরন তৈরি হয়।

[৩] তথ্য মতে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩৬১টি নমুনা পরীক্ষায় ২২০টির মধ্যে নতুন ধরনের এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

[৪] আন্তর্জাতিক সংস্থা জিআইসএইডের ডাটাবেজ অনুসারে, ২১টি দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ তাদের গবেষণার তালিকায় ভারতীয় ভ্যারিয়েন্টকে তালিকাভুক্ত করা হয়েছে।

[৫] রোববার বিবিসি বাংলায় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ভাইরোলজিস্ট ড. জেরেমি কামিল বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টের মিউটেশনের সঙ্গে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল ভ্যারিয়েন্টের মিল রয়েছে।

[৬] তিনি বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট ব্রিটিশ ভ্যারিয়েন্টের চেয়ে অধিকতর সংক্রামক কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। সুতরাং এখনই এটি নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

[৭] কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপক রবি গুপ্তা বলেন, গণ-জমায়েত, মাস্ক-না-পরা এবং সামাজিক দূরত্ব কম মানায় ভারতের সংক্রমণ ব্যপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

[৮] ওয়েলকাম স্যাংগের ইন্সটিটিউটের ড. জেফরি ব্যারেট বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টটি গত বছরের শেষ দিক থেকেই সেদেশে সংক্রমণ ঘটাতে শুরু করে। সম্পাদনা: রাশিদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়