শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন

আশিক এলাহী:[২] পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সংহতি প্রকাশ করে বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সবসময় ফিলিস্তিনি জনগণের সাথে একাত্ম ছিলেন এবং আছেন।

[৩] ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ও বন্ধুত্ব দীর্ঘদিনের। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ফিলিস্তিনের ভূমিপুত্র ইয়াসির আরাফাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।ঢাকাস্থ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে সৌজন্য সাক্ষাত করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।

[৪] প্রতিনিধি দলের মধ্যে ছিলেন শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন, শাহজাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন, শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন-এ-মইনুদ্দীন। এসময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভুতি ও সহমর্মিতা প্রকাশ করতে উপস্থিত হওয়ায় প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।

[৫] তিনি বলেন, মুসলিম বিশ্বের অনৈক্যের কারণে ফিলিস্তিনিরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের রক্ষায় মুসলিম নেতৃবৃন্দের ঐক্যের বিকল্প নেই। এসময় তিনি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তাঁর নেতৃত্বে বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

[৬] পরে পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট, হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের পক্ষ থেকে ফিলিস্তিনের যুদ্ধাহত দুর্গত মানুষের খাদ্য ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় সেখানে বিরাট মানবিক বিপর্যয় নেমে এসেছে।

[৭] ইসরায়েলি বোমা হামলার কারণে বাস্তুচ্যুত, খাদ্য ও চিকিৎসার অভাবে হাজার হাজার ফিলিস্তিনি মানবেতর জীবন যাপন করছে। অর্ধ শতাধিক হাসপাতাল ইসরায়েলি বোমা হামলায় উড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনিদের এই সীমাহীন দুর্যোগ-দুর্ভোগে তাদের পাশে দাঁড়ানো আজ সকলেরই মানবিক কর্তব্য। তিনি বিশ্ব সংস্থাকে মানবিক সাহায্য নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

[৮] ফিলিস্তিনি জনগণের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ থেকে আর্থিক অনুদান দেয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর প্রতি ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়