শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসন্ন বাজেট অধিবেশনে এবারও সাংবাদিকদের প্রবেশ নিষেধ

মনিরুল ইসলাম: [২] করোনা পরিস্থিতির কারণে আসন্ন বাজেট অধিবেশনে এবারও সাংবাদিকদের সরাসরি প্রবেশ নিষেধ। সংসদ নিউজ সংগ্রহ করতে হবে সংসদ টিভি থেকে। এছাড়া সংসদ অধিবেশনে যোগদানকারী সংসদ সদস্য ও মন্ত্রীদের ৩দিন পরপর করোনা টেস্ট করাতে হবে। দেশে করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ।

[৩] রোববার সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৩তম এবং বাজেট অধিবেশন উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে । সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করেন।

[৪] সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ওয়ারেছ হোসেন বলেন, আগামী ২৬ মে থেকে সংসদের ক্লিনিক ও মিডিয়া সেন্টারে বরাবরের মতোই করোনা পরীক্ষা শুরু হবে।

[৫] আগামী ২ জুন বুধবার বিকপল ৫ টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে।

[৬] বৈঠক সূত্রে জানা গেছে, ৩ জুন বৃহস্পতিবার আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ হবে। বাজেট পেশের আগে ওইদিন দুপুর ১২টায় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার পর অর্থ বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ কারণে রাষ্ট্রপতি সেদিন তার সংসদ ভবন কার্যালয়ে অবস্থান করবেন। এরপর ৩টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন চলবে ১২ থেকে ১৪ কার্যদিবস।

[৭] বৈঠকে সংসদ ভবন, সদস্য ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা, সংসদ এলাকার সৌন্দর্য বাড়ানো বিষয়ে আলোচনা হয় বলেও জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়