মো.ইউসুফ মিয়া : [২] কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় মাইক্রোবাস চাপায় মটরসাইকেল আরোহী আব্দুল আজিজ শেখ নামের এক ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে।
[৩] নিহত আব্দুল আজিজ শেখের গ্রামের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকার মনির উদ্দিনের ছেলে। নিহত আব্দুল আজিজ তিনি সেরকারী কোম্পানী আকিজ বিড়ির কোম্পানিতে চাকুরী।শনিবার সকালে বাড়ী থেকে অফিসের কাজে যাওয়ার সময় সকাল নয়টার সময় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে।
[৪] পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, শনিবার সকালের দিকে বাগমারা এলাকায় মোটর সাইকেল ও মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আরোহী আব্দুল আজিজ মারা যায়।
[৫] সাথে সাথে দ্রুত গতিতেতে মাইক্রোবাসটি ঘটনাস্পাথল থেকে পালিয়ে যায়। তবে মাইবাস ও তার চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। আর মরদেহটি দ্রুত সময়ের মধ্যেই মর্গে পাঠানো হবে।